
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মাকে চায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নির্বাচকরা আগেই স্থির করে নিয়েছিলেন রোহিত শর্মাকে ছাড়াই ভাবা হচ্ছে। হিটম্যান নিজের ভাগ্যলিপি পড়ে ফেলেই হয়তো ভরা আইপিএলের মধ্যে জানিয়ে দেন, টেস্ট থেকে তিনি অবসর নিলেন।
রোহিতের পাঁচদিনের মধ্যে আরেক কিংবদন্তি বিদায় জানালেন টেস্ট ফরম্যাটকে। রোহিত দেওয়ালিখন পড়ে ফেলেছিলেন। কোহলির কিন্তু সেই অবস্থা ছিল না। বিরাট যে কোনও সময়ে ছিলেন অটোমেটিক চয়েস। কিন্তু তিনি নিজেই আর খেলতে চাইলেন না টেস্ট ক্রিকেট।
সরে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিলেন বোর্ডকে। বোর্ড সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানিয়েছিল। কিন্তু বিরাট আর শুনলেন না। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন কোহলি তাঁর সতীর্থদের ইঙ্গিত দিয়েছিলেন, আমার সময় শেষ হয়ে এসেছে। সেই সময়ে সতীর্থরা গুরুত্ব দিয়ে শোনেননি কোহলির কথা। ১২ মে কোহলি জানিয়ে দিলেন ১৪ বছর ধরে টেস্ট খেলছি। এই ফরম্যাট আমাকে যে এতদূর এগিয়ে নিয়ে যাবে, তা কল্পনাও করিনি কোনওদিন। আমি যতটা দিয়েছি, এই ফরম্যাট তার থেকেও বেশি দিয়েছে আমাকে।
কোহলির অবসরের দিন ইন্টারনেটে লেখা হল, ব্রাদার্স ফ্রম ডিফারেন্ট মাদার্স। বিরাটের বিদায়বেলায় কোথায় যেন দুই তারকা এসে মিলে গেলেন এক বিন্দুতে। অনেকেই মনে করছেন, বন্ধুর হয়ে জবাবটা বোর্ডকে দিয়ে গেলেন বিরাট কোহলি।
পাঁচদিনের মধ্যে দুই কিংবদন্তি সরে দাঁড়ালেন। বোর্ড দুই তারকাকে নিবৃত্ত করতে পারলেন না। দোষটা তো পড়বে বোর্ডের উপরেও। দুই তারকা সরে দাঁড়ানোয় যে শূন্যতা তৈরি হল ভারতের ব্যাটিং লাইন আপে, তা কি ভরাট করা সম্ভব হবে? ইংল্যান্ড সফরের আগে গৌতম গম্ভীর এমনিতেই 'টু ডাউন' হয়ে গেলেন। এই ভারতের ব্যাটিংয়ে রক্তাল্পতা তৈরি হল।
রোহিত ও কোহলি ঘরোয়া ক্রিকেট খেলছেন। জাতীয় দলে তাঁরা দীর্ঘসময় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। একসঙ্গে দেশকে জিতিয়েছেন। ২০১১ বিশ্বকাপে কোহলি বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন। রোহিত ছিটকে গিয়েছিলেন সেই কক্ষপথ থেকে।
২০১১ বিশ্বকাপের পরে রোহিতের পুনর্জন্ম দেখে ভারতীয় ক্রিকেট। দুই তারকার সম্পর্ক নিয়ে কত লেখালেখি হয়েছে। কিন্তু দুই সিংহের বন্ধুত্ব কখনওই নষ্ট হয়নি। মরুশহরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদির ইয়র্কারে এলবিডব্লিউ হয়েছিলেন রোহিত। এক পাকিস্তানি সাংবাদিক অধিনায়ক কোহলিকে সেই সময়ে জিজ্ঞাসা করেছিলেন, ''রোহিত কি প্রথম একাদশে জায়গা পাওয়ার মতো?''
কোহলি হেসে ফেলেছিলেন। সেই পাক সাংবাদিককে বলেছিলেন, ''আপনি বিতর্ক তৈরি করতে চাইলে করতে পারেন। রোহিত শর্মাকে সীমিত ওভারের ক্রিকেট থেকে কে বাদ দেবেন?'' চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে দুই তারকাকে উইকেট হাতে নিয়ে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল।
রোহিতকে চূড়ান্ত অসম্মান করে বোর্ড জানিয়ে দিয়েছিল, ''তোমাকে আমরা আর ভাবছি না।'' কোহলি সেই দিন দেখতে চাননি। তিনি নিজেই সরে দাঁড়ালেন। বন্ধুকে যেভাবে রক্তাক্ত, অসম্মানিত হয়ে সরে যেতে হয়েছিল, তারই হয়তো যোগ্য জবাব দিয়ে গেলেন কোহলি। দুই বন্ধু মিলে বোর্ডের বিরুদ্ধে লড়াইটা হয়তো জিতে নিলেন।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের